নিষেধাজ্ঞা তুলে নিলেই আলোচনা হতে পারে: প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i73599
ইরানের সরকার, পার্লামেন্ট ও জনগণের দৃষ্টিভঙ্গি হচ্ছে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনায় বসার কোনো অর্থ হয় না। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল (বুধবার) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে টেলিফোন সংলাপে বলেছেন, "একমাত্র নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেই কেবল ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনা হতে পারে"
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৯ ১৮:১০ Asia/Dhaka
  • নিষেধাজ্ঞা তুলে নিলেই আলোচনা হতে পারে: প্রেসিডেন্ট রুহানি

ইরানের সরকার, পার্লামেন্ট ও জনগণের দৃষ্টিভঙ্গি হচ্ছে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনায় বসার কোনো অর্থ হয় না। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল (বুধবার) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে টেলিফোন সংলাপে বলেছেন, "একমাত্র নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেই কেবল ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনা হতে পারে"

পরমাণু  সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট ইউরোপের দেশগুলো ভাল করেই জানে পরমাণু সমঝোতার বাইরে কোনো আলোচনাই ইরানের কাছে গ্রহণযোগ্য হবে না। বহুপক্ষীয় সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা শুধু যে নিজের প্রতিশ্রুতি থেকে সরে গেছে তাই নয় একইসঙ্গে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ গতকাল এক টুইটার বার্তায় বলেছেন, "বর্তমান বিশ্ব যখন হোয়াইট হাউজে যুদ্ধবাজ বি-টিমের প্রভাবমুক্ত হয়ে চলতে চায় তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদে লিপ্ত।"

আমেরিকা ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করেছে। কিন্তু তাদের এ প্রচেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে। পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান তার অর্থনৈতিক স্বার্থ রক্ষার অধিকার রাখে এবং পরমাণু সমঝোতায় উল্লেখিত প্রতিশ্রুতি মেনে চলতে সবাই বাধ্য। তাই এতে কোনো সন্দেহ নেই যে, যতদিন পর্যন্ত ইরানের জনগণের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞা বহাল থাকবে, অর্থনৈতিক সন্ত্রাসবাদ চলবে এবং ইরানের তেল বিক্রি বন্ধে মার্কিন ষড়যন্ত্র অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনো সংলাপ হবে না।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মজিদ তাখত রাভানচি নিষেধাজ্ঞা চলা অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, "এ ব্যাপারে তেহরানের অবস্থান একেবারে স্পষ্ট এবং আমেরিকাও জানে যে ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। তাই তাদেরকে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।"  জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আরো বলেন, "নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল সংলাপ হতে পারে এবং তা অবশ্যই ছয় জাতিগ্রুপের নীতিমালার আওতায় থেকে।" মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা ড্যানিস রস ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে লিখেছেন, "ইতিহাস সাক্ষী দেয় নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কখনো কাবু করা যাবে না।"

যাইহোক, আমেরিকা এমন সময় তার লক্ষ্য বাস্তবায়নের জন্য ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে যখন আলোচনা সমস্যা সমাধানের একমাত্র পথ।# 

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১২