ইরানে নির্মিত হচ্ছে আরো ৩ ডেস্ট্রয়ার: অ্যাডমিরাল সাইয়্যারি
https://parstoday.ir/bn/news/iran-i74026-ইরানে_নির্মিত_হচ্ছে_আরো_৩_ডেস্ট্রয়ার_অ্যাডমিরাল_সাইয়্যারি
ইরানের নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আরো তিনটি ডেস্ট্রয়ার নির্মাণের কাজ চলছে বলে খবর দিয়েছেন ইরানের সেনাপ্রধানের উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি এ খবর জানিয়েছেন। নৌবাহিনীর সাবেক প্রধান সাইয়্যারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে রণতরী নির্মাণের জন্য আলাদা একটি উৎপাদন লাইন স্থাপন করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৯ ০৬:২৫ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি
    রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি

ইরানের নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আরো তিনটি ডেস্ট্রয়ার নির্মাণের কাজ চলছে বলে খবর দিয়েছেন ইরানের সেনাপ্রধানের উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি এ খবর জানিয়েছেন। নৌবাহিনীর সাবেক প্রধান সাইয়্যারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে রণতরী নির্মাণের জন্য আলাদা একটি উৎপাদন লাইন স্থাপন করা হয়েছে।

বর্তমানে এখানে ‘দেনা’, ‘শিরাজ’, এবং ‘তাফতান’ নামের তিনটি ডেস্ট্রয়ার নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে তিনি জানান। সমরাস্ত্র নির্মাণে ইরানের উল্লেখযোগ্য অগ্রগতি ও স্বয়ংসম্পূর্ণতার কথা উল্লেখ করে অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, ক্ষেপণাস্ত্র, জঙ্গিবিমান, রণতরী, সাবমেরিন এবং ট্যাংকের মতো সমরাস্ত্র উৎপাদন পুরোপুরি রপ্ত করে ফেলেছে ইরান।

ইরানে নির্মিত ডেস্ট্রয়ার 'সাহান্দ' (ফাইল ছবি)

সাবমেরিন নির্মাণ শিল্পে ইরানের উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করে ইরানের সেনাপ্রধানের উপ সমন্বয়ক বলেন, বর্তমানে হাল্কা, মাঝারি এবং ভারী তিন ধরনের সাবমেরিনই ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হচ্ছে।

বহির্বিশ্বের সঙ্গে ইরানের কূটনৈতিক প্রচেষ্টায় সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সাবেক এই নৌপ্রধান বলেন, বিভিন্ন দেশের সঙ্গে মতপার্থক্য ও মতবিরোধ নিরসনের দায়িত্ব রাজনৈতিক নেতাদের। তবে রাজনৈতিক নেতারা যখন সেনাবাহিনীর পূর্ণ সমর্থন পান তখন তারা অনেক বেশি শক্তিশালী অবস্থানে থেকে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে পারেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।