ইরানে ইসলামি ঐক্য সম্মেলন শুরু; অংশ নিচ্ছেন ৯০ দেশের ৪০০ ব্যক্তিত্ব
https://parstoday.ir/bn/news/iran-i75236-ইরানে_ইসলামি_ঐক্য_সম্মেলন_শুরু_অংশ_নিচ্ছেন_৯০_দেশের_৪০০_ব্যক্তিত্ব
বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র জন্ম-বার্ষিকী উপলক্ষে আজ (বৃহস্পতিবার) থেকে ইরানের রাজধানী তেহরানে ইসলামি ঐক্য সম্মেলন শুরু হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সম্মেলন উদ্বোধন করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৪, ২০১৯ ১২:১৯ Asia/Dhaka
  • ইরানে ইসলামি ঐক্য সম্মেলন শুরু; অংশ নিচ্ছেন ৯০ দেশের ৪০০ ব্যক্তিত্ব

বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র জন্ম-বার্ষিকী উপলক্ষে আজ (বৃহস্পতিবার) থেকে ইরানের রাজধানী তেহরানে ইসলামি ঐক্য সম্মেলন শুরু হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সম্মেলন উদ্বোধন করেন।

আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ৪০০ জন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম যোগ দিচ্ছেন। তারা ইসলামি ঐক্যের প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে আলোচনা করবেন। একইসঙ্গে ঐক্য প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পাঁচজন আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্বকে বিশেষ পুরস্কার দেওয়া দেওয়া হবে।

ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে প্রতি বছর তেহরানে ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হয়।কোনো কোনো বর্ণনায় এসেছে, খ্রিস্টীয় ৫৭০ সালের এ দিনে (১২ই রবিউল আউয়াল) বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) জন্মগ্রহণ করেন। অবশ্য বিশ্বনবী (সা.)’র পবিত্র আহলে বাইতের বর্ণনা অনুযায়ী রাসূল (সা.)’র জন্মদিন ১৭ই রবিউল আউয়াল।

মহানবীর জন্মতারিখ কেন্দ্রিক মতপার্থক্যকে দূরে ঠেলে মুসলমানদের মধ্যে ঐক্য জোরদারের লক্ষ্যে ইরানের ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি (র.) ১২ রবিউল আওয়াল থেকে ১৭ রবিউল আওয়ালকে ইসলামি ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেন। গত কয়েক দশক ধরে এই ঐক্য সপ্তাহ শিয়া ও সুন্নি মুসলমানের মধ্যে ঐক্য জোরদারে সহায়ক ভূমিকা পালন করে আসছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।