পরমাণু সমঝোতা রক্ষার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে চীন: আরাকচি
-
বেইজিং-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আরাকচি
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে চীন। এ সমঝোতা কার্যকরভাবে রক্ষা করার উপায় নিয়ে শলাপরামর্শ করতে চীন সফরকারী আরাকচি রোববার বেইজিং-এ একথা জানান।
তিনি বলেন, চীনা কর্মকর্তারা মনে করছেন, পরমাণু সমঝোতা হচ্ছে বহুপক্ষীয় কূটনীতির একটি বড় সাফল্য এবং আমেরিকার বলদর্পী আচরণ থেকে এই সমঝোতাকে রক্ষা করতে হবে।
চীনা কর্মকর্তাদের সঙ্গে নিজের আলোচনার কথা উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতার নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি এটি রক্ষার ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা এবং ইনসট্যাক্সের মতো আর্থিক লেনদেন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে মত বিনিময়ে হয়েছে। পরমাণু সমঝোতা নিয়ে দু’দেশের এ আলোচনায় আব্বাস আরাকচি ও তার চীনা সমকক্ষ মা জাও শি নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
এদিকে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আরাকচি চীন সফর শেষে আজ (সোমবার) সকালে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন। সেখানে তিনি ইরান-জাপান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি পরমাণু সমঝোতা নিয়েও জাপানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে কথা রয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।