মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কেবল আঞ্চলিক দেশগুলোই নিশ্চিত করতে পারে: ইরান
-
সোমবার আলী শামখানির সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন ইউসুফ বিন আলাভি (বামে)
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, বিদেশি প্রভাবমুক্ত হয়ে আঞ্চলিক জোট গঠনের মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ইরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি গতকাল (সোমবার) তেহরানের তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে শামখানি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বিদেশি প্রভাব ও হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো জোট গঠন করতে পারলেই কেবল এ অঞ্চলের সমস্যা সমাধানের পাশাপাশি টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব।” আমেরিকা পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে একটি সামরিক জোট গঠন করতে গিয়েও ব্যর্থতার যে পরিচয় দিয়েছে সুস্পষ্টভাবে সেদিকে ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা এ মন্তব্য করলেন।
আমেরিকা গত গ্রীষ্মে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর কথিত নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠন করার কথা ঘোষণা করে। এখন পর্যন্ত কেবলমাত্র ব্রিটেন, অস্ট্রেলিয়া, আলবেনিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ওই জোটে যোগ দেয়ার কথা ঘোষণা করেছে।মাত্র পাঁচটি দেশকে নিয়ে সামরিক জোট গঠন করা যাবে না বলে ওই প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে।
আলী শামখানির সঙ্গে সাক্ষাতে ওমানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের মধ্যে সংলাপ আয়োজনের লক্ষ্যে কাজ করতে প্রস্তুত রয়েছে ওমান।#
পার্সটুডে/এমএমআই/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।