সিরিয়ায় আগ্রাসনের জবাব পাবে ইহুদিবাদী ইসরাইল: ইরান
(last modified Wed, 25 Dec 2019 01:26:29 GMT )
ডিসেম্বর ২৫, ২০১৯ ০৭:২৬ Asia/Dhaka
  • আলী আকবর বেলায়েতি
    আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব পাবে ইহুদিবাদী ইসরাইল। তিনি আরো বলেছেন, আজ হোক অথবা কাল সিরিয়া ও লেবাননই তেল আবিবকে এই অপরাধযজ্ঞের জবাব দেবে।

রাশিয়ার আরবি ভাষার নিউজ চ্যানেল ‘রুসিয়া আল-ইয়াওম’কে দেয়া সাক্ষাৎকারে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি বলেন, ইহুদিবাদী ইসরাইল শিগগিরই মধ্যপ্রাচ্যে অপরাধযজ্ঞ চালানোর জন্য অনুতপ্ত হবে।

রুসিয়া আল-ইয়াওমকে সাক্ষাৎকার দিচ্ছেন আলী আকবর বেলায়েতি

সিরিয়ার সরকার ও জনগণের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করে বেলায়েতি বলেন, শত্রুর নানা ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের কার্যকর সমর্থনের কারণেই সিরিয়া সরকার নিজের পায়ে দাঁড়িয়ে আছে।

সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাম্প্রতিক জাপান সফরের গুরুত্ব সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বেলায়েতি বলেন, জাপান ও ইরানের মধ্যে গত প্রায় ৯০ বছর ধরে সুসম্পর্ক বজায় রয়েছে এবং এই দীর্ঘ সময়ে দ্বিপক্ষীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী ছিল।

আমেরিকার সঙ্গে ইরানের গোপন আলোচনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ইরানের সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা বলেন, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই এবং এর পুরোটাই গুজব।তিনি ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে না নেয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন।#         

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ