কুয়েতের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে কুয়েতের কোনো কোনো সরকারি কর্মকর্তা যে সাক্ষাৎ করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান।
ইরান বলেছে, কুয়েতে ইরান-বিরোধী বৈঠক দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনার পরিপন্থি। এ ঘটনার প্রতিবাদ জানাতে গতকাল (শনিবার) তেহরানে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিভাগের মহাপরিচালক কুয়েতের রাষ্ট্রদূতকে বলেন, দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে পরস্পরকে সম্মান প্রদর্শন অতি জরুরি।কুয়েতের কর্মকর্তারা ইরানের বিদ্রোহী নেতার সঙ্গে সাক্ষাৎ করে সেই কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেন, এ ধরনের বৈঠক ইরানের অভ্যন্তীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল এবং কুয়েত এখন থেকে ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানাবে বলে তেহরান আশা করছে।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।