কাল্পনিক অভিযোগে দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করল আলবেনিয়া
-
আলবেনিয়ার রাজধানী তিরানায় ইরান দূতাবাস
ইউরোপীয় দেশ আলবেনিয়া কাল্পনিক অভিযোগ এনে দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছে। আলবেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের দলিল-প্রমাণ উপস্থাপন ছাড়াই দাবি করেছে, ওই দুই কূটনীতিক ‘বেআইনি কর্মকাণ্ডে’ জড়িত ছিলেন।
এর আগে ২০১৮ সালের ডিসেম্বর মাসেও কথিত ‘বেআইনি কাজে’ জড়িত থাকার অভিযোগ তুলে দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছিল আলবেনিয়া। সে সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
ওই ঘটনার কয়েকদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আলবেনিয়ার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দিতমির বুশাতির সঙ্গে এক টেলিফোনালাপে ইরানি কূটনীতিক বহিষ্কারের কারণে আলবেনিয়াকে ধন্যবাদ জানান।
গত কয়েক বছর ধরে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অভয়ারণ্যে পরিণত হয়েছে আলবেনিয়া। ইরানের ইসলামি সরকার বিরোধী মোনাফেকিন সন্ত্রাসী গোষ্ঠীর প্রায় দুই হাজার সদস্য বর্তমানে আলবেনিয়ায় বসবাস করছে।
আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে ইরানকে চাপের মধ্যে রাখাই ওয়াশিংটন ও তেল আবিবের উদ্দেশ্য। #
পার্সটুডে/এমএমআই/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।