সৌদিসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i76774-সৌদিসহ_উপসাগরীয়_দেশগুলোর_সঙ্গে_আলোচনায়_প্রস্তুত_ইরান_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় সব দেশের সঙ্গে তেহরান আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “আমরা এই অঞ্চল বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা ব্যাপারেও প্রস্তাব দিতে তৈরি আছি।”
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৮, ২০২০ ০০:১১ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় সব দেশের সঙ্গে তেহরান আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “আমরা এই অঞ্চল বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা ব্যাপারেও প্রস্তাব দিতে তৈরি আছি।”

মোহাম্মদ জাওয়াদ জারিফ শুক্রবার ভারতের মুম্বাই শহরে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিজ বা এআইএআই’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। এ সংগঠনটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারতের প্রায় ৫০ হাজার শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে।

এর আগে গত অক্টোবর মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, রিয়াদ এবং তেহরানের মধ্যকার উত্তেজনার অবসান ঘটাতে অনুকূল পরিবেশ দিলে তিনি সৌদি আরব সফর করতে প্রস্তুত রয়েছেন। তিনি সেসময় আরো বলেছিলেন, আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে যেকোনো ধরনের পদক্ষেপকে স্বাগত জানায় তেহরান।#

পার্সটুডে/এসআইবি/১৮