ম্যাকরনকে পারস্য উপসাগরের সঠিক নাম উচ্চারণের আহ্বান জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i76798
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন পারস্য উপসাগরের ভুয়া নাম উচ্চারণের যে অবমাননাকর আচরণ করেছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১৯, ২০২০ ০৬:১৩ Asia/Dhaka
  • ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন পারস্য উপসাগরের ভুয়া নাম উচ্চারণের যে অবমাননাকর আচরণ করেছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।

তিনি আজ (রোববার) ভোরে এক টুইটার বার্তায় ম্যাকরনকে উদ্দেশ করে লিখেছেন, “ইরানের দক্ষিণে যে উপসাগর অবস্থিত তার একটিমাত্র নাম রয়েছে এবং সেটি পারস্য উপসাগর।এই উপসাগরে আপনার দেশের সেনা উপস্থিতি ততটাই ভুল যতটা ভুল আপনি এটির নাম উচ্চারণের ক্ষেত্রে করেছেন।দু’টিই অনেক বড় ভুল তবে তা এখনো সংশোধন করা সম্ভব।”

সাইয়্যেদ মুসাভি ফার্সি, ইংরেজি ও ফরাসি এই তিন ভাষায় তার টুইটার বার্তাটি প্রকাশ করেছেন।

 ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সম্প্রতি পারস্য উপসাগরের কথা উল্লেখ করতে গিয়ে এটির ভুল নাম উচ্চারণ করেন। তিনি এমন সময় এ ভুল নাম উচ্চারণ করলেন যখন হাজার হাজার বছর ধরে ইরানের দক্ষিণে অবস্থিত এই উপসাগরটি পারস্য উপসাগর হিসেবে স্বীকৃত হয়ে আসছে।

কিন্তু পারস্য উপসাগর তীরবর্তী আরব দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর উসকানিতে এই উপসাগরের নাম বিকৃত করে আসছে। প্রথমে এসব দেশ এই নাম থেকে ‘পারস্য’ শব্দটি বাদ দিয়ে শুধু 'উপসাগর' বলা শুরু করে।সাম্প্রতিক সময়ে কোনো কোনো দেশ এটিকে ‘আরব উপসাগর’ বলার মতো ধৃষ্টতাও দেখাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।