ট্রাস্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি' কখনই সফল হবে না: বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i77068-ট্রাস্পের_'ডিল_অব_দ্যা_সেঞ্চুরি'_কখনই_সফল_হবে_না_বেলায়েতি
ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা এবং ইসলামি জাগরণ বিষয়ক বিশ্ব সংস্থার মহাসচিব আলী আকবর বেলায়েতি বলেছেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতেই আমেরিকা 'ডিল অব দ্যা সেঞ্চুরি প্রণয়ন করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩০, ২০২০ ১৭:৪৯ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা এবং ইসলামি জাগরণ বিষয়ক বিশ্ব সংস্থার মহাসচিব আলী আকবর বেলায়েতি
    ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা এবং ইসলামি জাগরণ বিষয়ক বিশ্ব সংস্থার মহাসচিব আলী আকবর বেলায়েতি

ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা এবং ইসলামি জাগরণ বিষয়ক বিশ্ব সংস্থার মহাসচিব আলী আকবর বেলায়েতি বলেছেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতেই আমেরিকা 'ডিল অব দ্যা সেঞ্চুরি প্রণয়ন করেছে।

বেলায়েতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শান্তিচুক্তি 'ডিল অব দ্যা সেঞ্চুরি'কে শতাব্দির সবচেয়ে বড় প্রতারণা হিসেবে আখ্যায়িত করে এর কড়া নিন্দা জানান। তিনি বলেন, এ চুক্তি বিপজ্জনক পরিণতি বয়ে আনবে। এটি জাতিসংঘের ইশতেহার বিরোধী এবং কথিত এ শান্তি চুক্তি আন্তর্জাতিক সকল আইন কানুনের প্রতি বৃদ্ধাঙ্গলী দেখানো হয়েছে।  

বেলায়েতি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে ফিলিস্তিনের জেরুজালেম আল কুদসে স্থানান্তর এবং গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বাস্তবসম্মত কোনো ফল বয়ে নিয়ে আসে নি। জেরুজালেম আল কুদসকে দখলমুক্ত না করা পর্যন্ত ফিলিস্তিনের প্রতিরোধকামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান তিনি।  

ইসলামি জাগরণ বিষয়ক বিশ্ব সংস্থার মহাসচিব বলেন, ফিলিস্তিনিদের ন্যায় সঙ্গত অধিকার আদায়ে প্রচেষ্টা চালানো মুসলিম বিশ্বের জন্য  আগের যেকোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান কর্তব্য হওয়া উচিত।#

পার্সটুডে/এমবিএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।