ইরান অন্য দেশে হামলা চালাতে শক্তি বাড়াচ্ছে না: বিমান বাহিনী কমান্ডার
(last modified Mon, 10 Feb 2020 09:20:48 GMT )
ফেব্রুয়ারি ১০, ২০২০ ১৫:২০ Asia/Dhaka
  • নাসিরযাদেহ
    নাসিরযাদেহ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরযাদেহ বলেছেন, ইরানের সামরিক শক্তি কেবলি প্রতিরক্ষার জন্য। বিশ্বের কোনো দেশে হামলা চালানোর ইচ্ছা তেহরানের নেই। তিনি গতরাতে তেহরানে বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশেদের এক সমাবেশে এ কথা বলেন।

নাসিরযাদেহ আরও বলেন, ইরানের আত্মরক্ষার নীতিতে বিশ্বাস করে। দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে প্রতিরক্ষা শক্তি জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল কাসেম সোলাইমানি ও তার সঙ্গীদের হত্যার মাধ্যমে গোটা বিশ্বের সামনে এটা প্রমাণ করেছে যে তারা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক এবং তারাই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে। 

এই কমান্ডার বলেন, আমেরিকা এ ধরনের তৎপরতার মাধ্যমে গোটা অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবেলার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামি বিপ্লব সফল হয়।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।