ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী আজ; চলছে নানা প্রস্তুতি
https://parstoday.ir/bn/news/iran-i77372
ইরানের ইসলামি বিপ্লবের ৪১তম বিজয় বার্ষিকী উদযাপনের নানা প্রস্তুতি শুরু হয়েছে। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনী (রহ.)’র নেতৃত্বে মার্কিন তাবেদার স্বৈরশাসক রেজা শাহ পাহলাভি সরকারের পতন ঘটিয়ে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হয়েছিল।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২০ ০৯:১০ Asia/Dhaka
  • ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী আজ; চলছে নানা প্রস্তুতি

ইরানের ইসলামি বিপ্লবের ৪১তম বিজয় বার্ষিকী উদযাপনের নানা প্রস্তুতি শুরু হয়েছে। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনী (রহ.)’র নেতৃত্বে মার্কিন তাবেদার স্বৈরশাসক রেজা শাহ পাহলাভি সরকারের পতন ঘটিয়ে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হয়েছিল।

এ উপলক্ষে আজকের প্রধান আকর্ষণ তেহরানের রাজপথে শোভাযাত্রা। সারা তেহরান থেকে জনগণ পায়ে হেঁটে আজাদি স্কয়ারে সমবেত হবেন এবং সেখানে জনতার উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

গতরাত ৯ টায় তেহরানে আজাদি স্কয়ারের আজাদি টাওয়ারের ওপর আলোকবর্ষণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় দুই মহান নেতার ছবি

এর আগে গতরাত ৯টায় সারা ইরানের মানুষ নিজ নিজি বাড়ির ছাদে উঠে বা উঠানে নেমে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন। ইরানের সব মসজিদের মাইকে ধ্বনিত হয়েছে আল্লাহু আকবার এবং অনেকে রাস্তায় নেমেও এই ধ্বনিতে রাজপথ মুখরিত করেছেন।

১৯৭৯ সালের ১০ ফেব্রুয়ারি রাতে বিপ্লবের চূড়ান্ত বিজয়ের আগ মুহূর্তে ইরানি জনগণ ‘আল্লাহ আকবার’ ধ্বনি দিয়েছিল এবং সেই মুহূর্তকে স্মরণ করে প্রতি বছর এই অনুষ্ঠান উদযাপন করা হয়।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।