বিশ্বের গড় প্রবৃদ্ধির চেয়ে ইরানের ইস্পাত উৎপাদন ২০ গুণ বেড়েছে
-
ইরান থেকে ইস্পাত রপ্তানি করা হচ্ছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইস্পাত উৎপাদনের পরিমাণ সারা বিশ্বের গড় উৎপাদনের চেয়ে ২০ গুণ বেড়েছে। বিশ্ব ইস্পাত এসোসিয়েশনের পক্ষ থেকে আজ (বুধবার) এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ব ইস্পাত এসোসিয়েশনের হিসাব অনুসারে, সারা বিশ্ব ইস্পাতের গড় উৎপাদন শতকরা ২.১ ভাগ বেড়েছে, সেখানে ইরানের উৎপাদন বেড়েছে ৪৬.৭ ভাগ।
বিশ্ব ইস্পাত এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে ইরান ২৮ লাখ ৯৫ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে যা গত বছরের একই মাসের চেয়ে শতকরা ৪৬.৭ ভাগ বেশি। গত বছরের জানুয়ারি মাসে ইরান ১৯ লাখ ৭১ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল।

বিশ্বের ৬৪টি দেশ ইস্পাত উৎপাদন করে থাকে এবং চলতি বছরের জানুয়ারি মাসে ১৫ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। গত বছরের জানুয়ারি মাসে এই উৎপাদনের পরিমাণ ছিল ১৫ কোটি ১২ লাখ ২৮ হাজার টন। সেই হিসাবে বিশ্বের এসব দেশের ইস্পাত উৎপাদনের প্রবৃদ্ধির পরিমাণ শতকরা ২.১ ভাগ।
বিশ্বে চীন, ভারত, জাপান, আমেরিকা এবং রাশিয়া হচ্ছে ইস্পাত উৎপাদনের প্রধান পাঁচ দেশ।#
পার্সটুডে/এসআইবি/২৬