মহাকাশযান তৈরিতে সক্ষম ইরানের ছোটখাটো বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i77774-মহাকাশযান_তৈরিতে_সক্ষম_ইরানের_ছোটখাটো_বিষয়ে_উদ্বিগ্ন_হওয়ার_কিছু_নেই_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেছেন, ইরান এখন নিজেই স্যাটেলাইটবাহী রকেট, মহাকাশযান ও তেল শোধনাগার তৈরি করতে পারে। এ অবস্থায় ছোটখাটো বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ২০:১৫ Asia/Dhaka
  • হাজিযাদেহ
    হাজিযাদেহ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেছেন, ইরান এখন নিজেই স্যাটেলাইটবাহী রকেট, মহাকাশযান ও তেল শোধনাগার তৈরি করতে পারে। এ অবস্থায় ছোটখাটো বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

তিনি আজ (বুধবার) তেহরানে দেশীয় উৎপাদন বৃদ্ধি বিষয়ক এক প্রদর্শনী পরিদর্শনের পর এসব কথা বলেন।

মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ওষুধ ও যন্ত্রাংশসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। কিন্তু আমরা যদি সঠিকভাবে কাজ করি তাহলে শত্রুর নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য। কারণ ইরান যে খাতেই প্রবেশ করেছে সে খাতেই নিষেধাজ্ঞা অর্থহীন হয়ে পড়েছে।

আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান আরও বলেন, শত্রুরা যেখানেই সুযোগ পাবে সেখানেই আঘাত হানার চেষ্টা করবে। তারা নির্বাচন নিয়েও শত্রুতা করে। সাম্প্রতিক নির্বাচনে ভোটারদেরকে অনুৎসাহিত করার চেষ্টা করেছে শত্রুরা, কিন্তু জনগণ ঠিকই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি শত্রুদের হুমকি-ধমকিতে ভয় না পাওয়ার আহ্বান জানান। করোনাভাইরাস মোকাবেলায় আইআরজিসি সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও তিনি ঘোষণা করেন। #

পার্সটুডে/এসএ/২৬ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন