সশস্ত্র বাহিনীকে জরুরি স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার আদেশ সর্বোচ্চ নেতার
(last modified Thu, 12 Mar 2020 18:49:17 GMT )
মার্চ ১৩, ২০২০ ০০:৪৯ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি

ইরানের সর্বোচ্চ নেতা করোনা ভাইরাসের বিস্তার রোধে সশস্ত্র বাহিনীকে জরুরি ‘স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্র’ গড়ে তোলার আদেশ দিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরিকে দেওয়া এক আদেশে সর্বোচ্চ নেতা বলেন: করোনা ভাইরাস মোকাবেলায় জনগণকে দেওয়া সশস্ত্র বাহিনীর সেবা প্রশংসনীয়।

ওই সেবাকে প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে দেশব্যাপী করোনার বিস্তার রোধে হেলথ অ্যান্ড ট্রিটমেন্ট হেডকোয়ার্টার্স গড়ে তোলার আদেশ দেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি।

মেজর জেনারেল বাকেরি

সর্বোচ্চ নেতার দফতরের বার্তা বিভাগ আরও জানিয়েছে, আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি সশস্ত্র বাহিনীকে এক্ষেত্রে ফিল্ড হাসপাতাল, ক্লিনিকসহ এ ধরনের চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। এসব চিকিৎসা কেন্দ্রের টার্গেট হবে পুনরায় করোনার বিস্তার রোধ করা। 
সর্বোচ্চ নেতা ওই আদেশে আরও বলেন: যেহেতু ধারণা করা হচ্ছে এটা একটা জীবাণু হামলা, সুতরাং এই পদক্ষেপটি জীবাণু হামলা প্রতিরক্ষা মহড়ার কাঠামোতেও হতে পারে যা দেশের জাতীয় প্রতিরক্ষা শক্তিকে আরও দৃঢ় ও শক্তিশালী করবে।ইরানের সরকার, স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে সশস্ত্র বাহিনীকে এই দায়িত্ব পালনের পরামর্শ দেন সর্বোচ্চ নেতা। 

করোনা ভাইরাস

চীনের উহান শহরে প্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। চীন ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ১২০টির বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
বিশ্বে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে অর্ধেকের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সারা বিশ্বে মারা গেছেন অন্তত চার হাজার ছয় শ জন।#

পার্সটুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ