মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন বাতিল করুন: ভারতকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i78291-মুসলমানদের_বিরুদ্ধে_বৈষম্যমূলক_আইন_বাতিল_করুন_ভারতকে_ইরান
ভারতের মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন বাতিল করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের অভিভাবক পরিষদের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে’র কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১৫, ২০২০ ০৭:২৪ Asia/Dhaka
  • নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতীয় মুসলিম নারীদের অবস্থান ধর্মঘট (ফাইল ছবি)
    নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতীয় মুসলিম নারীদের অবস্থান ধর্মঘট (ফাইল ছবি)

ভারতের মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন বাতিল করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের অভিভাবক পরিষদের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে’র কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়েছে।

অভিভাবক পরিষদের সদস্য হাদি তাহান নাজিফ স্বাক্ষরিত ওই চিঠিতে ভারতের সাংবিধানিক কাঠামোর আওতায় মুসলমানদের বিরুদ্ধে আরোপিত বৈষম্যমূলক আইন বাতিল করার আহ্বান জানানো হয়।

চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ভারত থেকে যেসব খবর ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, মুসলমানদের মৌলিক অধিকার কেড়ে নেয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে সহিংসতা চালানো হচ্ছে।

ভারতের প্রধান বিচারপতির কাছে চিঠি লেখেন ইরানের অভিভাবক পরিষদের সদস্য হাদি তাহান নাজিফ

ভারত সরকার দেশটিতে সাম্প্রদায়িক সংঘাত প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়। এতে বলা হয়, ভারত সম্পর্কে বিশ্ববাসীর মানসপটে যে চিত্র রয়েছে সেটি হচ্ছে সেদেশের সব ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণ সহাবস্থান করে। তারা এই চিত্রের ব্যত্যয় দেখতে চায় না।

ইরানের অভিভাবক পরিষদের চিঠিতে বলা হয়, ২০১৯ সালের ডিসেম্বরে ভারতীয় পার্লামেন্ট যে নাগরিকত্ব সংশোধনী আইন পাস করেছে তাতে মুসলমানদের বিরুদ্ধে নাগরিকত্ব ও সম-অধিকার কেড়ে নেয়াসহ অনেকগুলো বৈষম্যমূলক ধারা রয়েছে। এসব ধারা জাতিসংঘের মানবাধিকার ঘোষণার (১), (২) ও (১৫) নম্বর অনুচ্ছেদ, নাগরিক অধিকার চুক্তির (২) ও (২৬) নম্বর অনুচ্ছেদ এবং ভারতের সংবিধানেরই (১৪) ও (১৫) অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।

দিল্লিতে উগ্র হিন্দুদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একটি মুসলিম মহল্লা (ফাইল ছবি)

উল্লেখ্য, ভারতীয় পার্লামেন্টে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে, ২০১৫ সালের আগে বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে যেসব মানুষ ভারতে প্রবেশ করেছে তাদেরকে সেদেশের নাগরিকত্ব দেয়া হবে; তবে এই আইন মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এদিকে উগ্র হিন্দুরা গত এক মাস ধরে রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্ব অংশে বসবাসকারী মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা চালিয়েছে। তারা মুসলমানদের হত্যা করার পাশাপাশি তাদের ঘর-বাড়ি, মহল্লা ও মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।