আফগান সংকট সমাধানে ভূমিকা রাখতে প্রস্তুত ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i78491-আফগান_সংকট_সমাধানে_ভূমিকা_রাখতে_প্রস্তুত_ইরান_পররাষ্ট্র_মন্ত্রণালয়
আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করতে ইরান তার প্রস্তুতির কথা ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের চলমান সমস্যা সমাধানে অতীতের মতো কার্যকর ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৩, ২০২০ ০৭:২৯ Asia/Dhaka
  • আব্দুল্লাহ আব্দুল্লাহ- আশরাফ গনি
    আব্দুল্লাহ আব্দুল্লাহ- আশরাফ গনি

আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করতে ইরান তার প্রস্তুতির কথা ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের চলমান সমস্যা সমাধানে অতীতের মতো কার্যকর ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে তেহরান।

ইরান আফগানিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়াার পর প্রধান দুই প্রার্থীর মধ্যে যে মতবিরোধ দেখা দিয়েছে অভ্যন্তরীণ ও আঞ্চলিক অঙ্গনে তার মারাত্মক নেতিবাচক প্রভাবের ব্যাপারে তেহরান শঙ্কিত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে মার্কিন সরকারের ভুল নীতির কারণে চলমান সংকট সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আফগানিস্তানের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করার স্বার্থে এ সংকট কাটিয়ে উঠতে তেহরান সহায়তা করতে প্রস্তুত বলে বিবৃতিতে জানানো হয়।

আফগানিস্তানে গত বছরের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল গতমাসে ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এতে প্রেসিডেন্ট আশরাফ গনিকে পুনর্নির্বাচিত ঘোষণা করা হলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ এ ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। গত ২২ ফেব্রুয়ারি একই দিনে আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ আলাদা আলাদা অনুষ্ঠানে আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এ অবস্থায় আফগানিস্তান আবার দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও নিরাপত্তা সংকটে পড়তে যাচ্ছে বলে অনেকে মনে করছেন।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।