ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আমেরিকার ওপর চাপ সৃষ্টি
-
করোনাভাইরাস মোকাবেলায় ইরানে তৈরি একটি অস্থায়ী হাসপাতালে কাজ করছেন কর্মীরা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য আমেরিকার ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে চাপ সৃষ্টি হয়েছে।
সারা বিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে তখন বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক ও সরকারি কর্মকর্তা এই চাপ সৃষ্টি করেছেন। ইরান বারবার বলে আসছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে করোনা পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হচ্ছে।
বিষয়টি বিবেচনায় নিয়ে গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের পক্ষ থেকে ইরানের ওপর হতে অযৌক্তিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্বসংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, “নিষেধাজ্ঞার কারণে কোটি কোটি মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া, নিষেধাজ্ঞার কারণে করোনা-বিরোধী লড়াই দুর্বল হচ্ছে। এ অবস্থায় যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা আরাপ করা আছে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ”
একই রকমের আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি গতকাল ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে এক টেলিফোন আলাপে বলেন, করোনাভাইরাস মোকাবেলায় ইরান সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে তা সফল করার জন্য মার্কিন অমানবিক নিষেধাজ্ঞা অনতিবিলম্বে তুলে নেয়া জরুরি।
এদিকে, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান কর্মকর্তা মিশেল ব্যাশেলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা শিথিল রাখার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ইরান ও ভেনিজুয়েলার মতো দেশে যাতে করোনাভাইরাস বিরোধী লড়াই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এ ব্যবস্থা নেয়া জরুরি।#
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
পার্সটুডে/এসআইবি/২৫