করোনার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i78561-করোনার_বিরুদ্ধে_সর্বাত্মক_লড়াই_করছে_ইরান
ইরান করোনাভাইরাসের চলমান প্রকোপের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছে। এরই অংশ হিসেবে মাস্ক বা মুখোস, জীবাণু ধ্বংসকারী হাত ধোয়ার ওষুধসহ করোনাবিরোধী লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করছে। এ ইরানে জন্য গড়ে উঠেছে অনেক কারখানা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৫, ২০২০ ১৮:৫৪ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ দেজগাম এবং তার সঙ্গীরা
    আয়াতুল্লাহ দেজগাম এবং তার সঙ্গীরা

ইরান করোনাভাইরাসের চলমান প্রকোপের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছে। এরই অংশ হিসেবে মাস্ক বা মুখোস, জীবাণু ধ্বংসকারী হাত ধোয়ার ওষুধসহ করোনাবিরোধী লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করছে। এ ইরানে জন্য গড়ে উঠেছে অনেক কারখানা।

মাস্ক বা মুখোস তৈরির কাজ চলছে

ইরানের সর্বোচ্চ নেতার পার্স প্রদেশের প্রতিনিধি এবং ঐতিহাসিক শিরাজ নগরীর জুম্মার নামাজের ইমাম আয়াতুল্লাহ দেজগাম এরকম

ইরান করোনাভাইরাসের চলমান প্রকোপের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছে

একটি কারখানা পরিদর্শন করেন। এ সময়ে তার সঙ্গে ছিলেন, পার্স প্রদেশের এটর্নি জেনারেলসহ পদস্থ কর্মকর্তারা। এ সব ছবি তুলেছেন ইরানের মেহের নিউজ এজেন্সির আলোকচিত্রী আমির সাদেকিয়ান।  

পার্সটুডে/মূসা রেজা/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।