ইরানি জনগণের স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা করোনা রোধে সহায়ক হবে: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i78670-ইরানি_জনগণের_স্বাস্থ্য_পরীক্ষার_পরিকল্পনা_করোনা_রোধে_সহায়ক_হবে_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশে সব নাগরিকদের মরণঘাতী করোনাভাইরাস পরীক্ষা করার পদক্ষেপকে বড় ধরনের মহৎ কাজ হিসেবে উল্লেখ করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ২৯, ২০২০ ২০:৫৬ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশে সব নাগরিকদের মরণঘাতী করোনাভাইরাস পরীক্ষা করার পদক্ষেপকে বড় ধরনের মহৎ কাজ হিসেবে উল্লেখ করেছেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইয়্যেদ নামাকিকে লেখা এক চিঠিতে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ বাহিনী এবং জনগণের সেবা দেশ থেকে করোনাভাইরাসের বিস্তার রোধের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। চিঠিতে সর্বোচ্চ নেতা করোনাভাইরাস থেকে ইরানি জাতি যাতে মুক্তি লাভ করে সেজন্যে মহান আল্লাহর কাছে দোয়া করেন। পাশাপাশি ভাইরাস মোকাবেলার চলমান প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর বলেছেন, করোনাভাইরাস শনাক্তের জন্য  তার দেশের ৫ কোটি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। 

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর

ইরানে সেনাবাহিনীর সহযোগিতায় করোনা আক্রান্ত ব্যক্তিদের আগাম শনাক্তকরণ, করোনারোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা, আক্রান্ত রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়াসহ এ ধরনের সব কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলেও জানান কিয়ানুশ। 

২০১৯ সালের শেষদিকে চীনের উহান শহরে উৎপন্ন করোনাভাইরাস বর্তমানে বিশ্বের ১৯০টি দেশে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত ছয় লাখের বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে এক লাখ ১৪ হাজার মানুষ পুরোপুরি সুস্থ হয়েছেন এবং ৩০ হাজার ৩১২ জন প্রাণ হারিয়েছেন।#

  

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।