তেহরানে শিলা বৃষ্টি
(last modified Thu, 02 Apr 2020 12:13:55 GMT )
এপ্রিল ০২, ২০২০ ১৮:১৩ Asia/Dhaka
  • তেহরানে শিলা বৃষ্টি

তেহরানে আজ(বৃহস্পতিবার) শিলা বৃষ্টি হয়েছে। চার ঋতুর দেশ ইরানে এখন চলছে বসন্ত। কিন্তু করোনার প্রকোপের কারণে এ বসন্তে বাইরে লোক সমাগম প্রায় নেই। নেহাৎ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হন না কেউই।

শিলা জমেছে ফুটপাতে

ইরানে শীতের আগেভাগে বৃষ্টি হয়। শীতে বৃষ্টি ও তুষারপাত হয়। আর বসন্তকালেও বৃষ্টি হয়। তবে শিলাবৃষ্টি নেহাৎ কালেভদ্রে হয়ে থাকে। আজ আধা ঘণ্টার মতো শিলা বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে যায়। রোদের হাসিতে ভেসে ওঠে চারদিক।

পার্সটুডে/মূসা রেজা/২

 

ট্যাগ