তেহরানে বসন্ত দিনে তুষারপাত : বিরল প্রাকৃতিক ঘটনার চিত্রভাষ্য
https://parstoday.ir/bn/news/iran-i78947-তেহরানে_বসন্ত_দিনে_তুষারপাত_বিরল_প্রাকৃতিক_ঘটনার_চিত্রভাষ্য
আজ (বৃহস্পতিবার) সকালে তেহরান তুষার পড়েছে। ইরানে চলছে বসন্তকাল। চার ঋতুর এ সময়ে বৃষ্টি হয়। কখনও হালকা। বাংলাদেশের ইলশে গুড়ির চেয়ে কোমল। তবে শীতল। কখনও মুষল ধারেও নাম বর্ষণ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৯, ২০২০ ১৬:২৬ Asia/Dhaka
  • তেহরানে বসন্ত দিনে তুষারপাত : বিরল প্রাকৃতিক ঘটনার চিত্রভাষ্য

আজ (বৃহস্পতিবার) সকালে তেহরান তুষার পড়েছে। ইরানে চলছে বসন্তকাল। চার ঋতুর এ সময়ে বৃষ্টি হয়। কখনও হালকা। বাংলাদেশের ইলশে গুড়ির চেয়ে কোমল। তবে শীতল। কখনও মুষল ধারেও নাম বর্ষণ।

বসন্তকালে তুষারপাত – খুবই বিরল প্রাকৃতিক ঘটনা

তবে বসন্তকালে তুষারপাত – খুবই বিরল প্রাকৃতিক ঘটনা। সে রকম এক ঘটনা আজ ঘটল। সকালে তুষারপাত হলো। এক ঘণ্টার বেশি তুষার পড়ে নি। তবে তেহরানের সাজমানে বারনামে অঞ্চলে এ তুষার জমে বরফের রূপ নিতে পারে নি। তুষারপাত বন্ধ হলেও আকাশে এখন জমে আছে ঘন মেঘ। সূর্য আজ উঁকি দেয় নি।

অকাল তুষারপাতের হাত থেকে রক্ষা পেতে চাইছে বেচাো কাক

বসন্ত উৎসবের ঋতু হলেও এবারে ইরানের বসন্ত বেশ নীরব। করোনার প্রকোপ ঠেকাতে সতর্কতা থাকায় তেহরানে ভিড় নেই। পার্কগুলো প্রায় নির্জন। রাস্তাঘাট ফাঁকা। কয়েক দিন আগে এক দফা শিলাবৃষ্টিও দেখতে পেয়েছে তেহরান। এবারে দেখতে পেল বসন্তকালের তুষারপাত। (ছবি ও কথা সৈয়দ মূসা রেজা)

পার্সটুডে/মূসা রেজা/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।