ইরান-তুরস্ক যৌথভাবে উৎপাদন করছে করোনা পরীক্ষার কিট
-
ইরানের একটি করোনভাইরাস পরীক্ষার ল্যাবরেটরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি প্রাযুক্তি বিষয়ক কোম্পানি তুরস্কের একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে করোনাভাইরাস শনাক্ত করার কিট উৎপাদন করতে যাচ্ছে। প্রতিষ্ঠান দুটি সপ্তাহে ১০ লাখ কিট তৈরি করবে বলে ঘোষণা করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে পারসিয়ান সিসমোগ্রাফের মহাব্যবস্থাপক আলী সাইফপুর আবুল হাসানি জানিয়েছেন, তারা তুরস্কের ওই প্রতিষ্ঠানের সহযোগিতায় এসব কিট তৈরি করবেন। এরইমধ্যে যৌথভাবে তৈরি করা এ কিট আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অর্জন করেছে।
সাইফপুর আবুল হাসানি বলেন, আগামী সপ্তাহে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এ কিট উপস্থাপন করা হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললে সপ্তাহে ১০ লাখ কিট উৎপাদন করা হবে।
ইরানি কোম্পানির এ কর্মকর্তা জানান, তুরস্ক আমেরিকা থেকে করোনাভাইরাস পরীক্ষার কিট আমদানির চেষ্টা করছে অথচ আমেরিকাতেই করোনাভাইরাস পরীক্ষার জন্য কিটের প্রচুর চাহিদা রয়েছে। সেক্ষেত্রে পারসিয়ান এই কোম্পানির কিট তুরস্কের জন্য বিরাট বড় সহযোগিতার কারণ হতে পারে।#
পার্সটুডে/এসআইবি/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।