ইনসটেক্সের মাধ্যমে ইরানকে ঋণের টাকা হস্তান্তর করুন: গভর্নর
-
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি
ইরানের আবেদন করা ৫ বিলিয়ন ডলারের ঋণ ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে স্থাপিত বিশেষ অর্থনৈতিক চ্যানেল ইনসটেক্স-এর মাধ্যমে হস্তান্তর করার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএএফ-এর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি ওই আহ্বান জানিয়ে বলেছেন, তার দেশকে এ ঋণ দেয়ার এখনই উপযুক্ত সময়।ইউরোপীয় নিউজ চ্যানেল ব্লুমবার্গকে দেয়া এক লিখিত সাক্ষাৎকারে হেম্মাতি আইএমএফ’র প্রধান ক্রিস্টালিনা গিওরগিভার প্রতি এ আহ্বান জানান।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে আমেরিকা নিয়ন্ত্রণ করে না বরং এটির নিজস্ব পরিচালনা পরিষদ রয়েছে এবং তার সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন।

ইউরোপ ও আমেরিকার মতো ইরানেও করোনাভাইরাসের হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে জানিয়ে হেম্মাতি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে তার ব্যাংকের শত শত কোটি ডলারের সম্পদ বিশ্বব্যাপী আটকা পড়ে আছে। এ কারণে ইরান করোনাভাইরাস মোকাবিলায় আইএমএফ’র কাছে ঋণ সহযোগিতা চেয়েছে।
ইরান গত ৬ মার্চ আইএমএফ’র কাছে ৫০০ কোটি ডলারের ঋণ চেয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। ওই তহবিল যখন ঋণ দেয়ার বিষয়টি বিবেচনা করছিল তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি বলেছেন, তার সরকার ইরানকে ঋণ সহায়তা দেয়ার বিরোধী এবং প্রয়োজনে এক্ষেত্রে ভেটো ক্ষমতা প্রয়োগ করবে ওয়াশিংটন।#
পার্সটুডে/এমএমআই/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।