ইরানের আরাক টিউলিপ উদ্যান: প্রজাতি বৈচিত্র্যের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ
এপ্রিল ২৯, ২০২০ ১৮:৪০ Asia/Dhaka
-
এ বাগানে রয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টিউলিপ
আরাকের একটি টিউলিপ উদ্যানে গড়ে উঠেছে ১০ হাজার বর্গমিটার এলাকা নিয়ে।

আরাকের শিল্প উদ্যানে অবস্থিত এ বাগানে রয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টিউলিপ। টিউলিপের প্রজাতি বৈচিত্র্যের দিক থেকে ইরানের সবচেয়ে সমৃদ্ধশালী এ উদ্যান।

ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজের আলোকচিত্রী বেহনাম ইউসুফি ক্যামেরায় এ উদ্যানের রূপ-বৈচিত্র্য তুলে ধরা হলো।
পার্সটুডে/মূসা রেজা/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ