আমেরিকা জাতিসংঘের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i79743
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, গায়ের জোরে আমেরিকার আইন অমান্য করার প্রবণতা জাতিসংঘের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে। তিনি শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১০, ২০২০ ০৫:০৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, গায়ের জোরে আমেরিকার আইন অমান্য করার প্রবণতা জাতিসংঘের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে। তিনি শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

সম্প্রতি ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে একটি প্রতিবাদলিপি পাঠান জারিফ।

গত শুক্রবার জাতিসংঘ মহাসচিবের (ডানে) কাছে চিঠি পাঠান জারিফ

টুইটার বার্তায় ওই চিঠির কথা উল্লেখ করে তিনি বলেন, আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এবং অন্য দেশগুলোকে এই সমঝোতা অমান্য করতে বাধ্য করার জন্য জবাবদিহী করতে হবে।   

মার্কিন সরকার ২০১৮ সালের ৮ মে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩‌১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়।এরপর একই বছরের নভেম্বরে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অন্যান্য দেশকে ওই নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য করে যা জাতিসংঘের আইনের সম্পূর্ণ লঙ্ঘন।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।