ইসরাইল নামক বিষফোঁড়া উপড়ে ফেলতে সর্বশক্তি প্রয়োগ করুন: বিশেষজ্ঞ পরিষদ
বিশ্ব কুদস দিবস হচ্ছে নির্যাতিত ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সমর্থন এবং দাম্ভিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে মুসলিম উম্মাহর শক্তিমত্তা প্রদর্শনের দিন। আগামী শুক্রবার বিশ্ব কুদস দিবস পালন উপলক্ষে ইরানের বিশেষজ্ঞ পরিষদ আজ (বুধবার) এক বিবৃতিতে একথা ঘোষণা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, কিছু আরব দেশ দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে সকল মুসলিম দেশের উচিত সম্মিলিতভাবে তা প্রতিহত করা। সেইসঙ্গে মুসলিম বিশ্বের হৃদপিণ্ডের ওপর গজিয়ে ওঠা ইসরাইল নামক বিষফোঁড়া উপড়ে ফেলার জন্য মুসলিম দেশগুলোর উচিত তাদের সকল অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামরিক শক্তি ব্যবহার করা।

মুসলিম উম্মাহর জিহাদ ও প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে মুসলমানদের প্রথম ক্বেবলা জবরদখলকারী ইসরাইলের পতন ঘটানো সম্ভব বলে বিশেষজ্ঞ পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাবিশ্বের মুসলমানরা এ বছর কুদস দিবসে ভিন্নভাবে অতীতের চেয়ে শক্তিমত্তার সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের ঘৃণা প্রকাশ করবে।
ইসলামি ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.) ১৯৭৯ সালে রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে পালন করার আহ্বান জানান। তখন থেকে প্রতিবছর এ দিবস পালিত হয়ে আসছে। যতদিন দখলদার ইহুদিবাদীদের কবল থেকে আল-আকসা মসজিদ সমৃদ্ধ বায়তুল মুকাদ্দাস বা আল-কুদস শহর মুক্ত না হচ্ছে ততদিন প্রতিবছর এ দিবস পালনের আহ্বান জানানো হয়। চলতি বছর ২২ মে শুক্রবার বিশ্ব কুদস দিবস পালন করা হবে।#
পার্সটুডে/এমএমআই/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।