বিশ্ব কুদস দিবসে ইরানের সর্বোচ্চ নেতার ভাষণের ভিডিও (বাংলা অনুবাদসহ)
(last modified Fri, 22 May 2020 12:55:56 GMT )
মে ২২, ২০২০ ১৮:৫৫ Asia/Dhaka

বিশ্ব কুদস দিবস উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দিয়েছেন। আজ (শুক্রবার) তিনি রেডিও ও টেলিভিশনে মুসলিম উম্মাহর উদ্দেশে এ ভাষণ দেন।

সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিন মুক্ত করার সংগ্রাম আল্লাহর রাস্তায় জিহাদ করার সমতুল্য এবং একটি অবশ্যপালনীয় কর্তব্য। এই সংগ্রামে সাফল্যের শতভাগ গ্যারান্টি রয়েছে। 

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, "বর্তমানে করোনাভাইরাস এক বাস্তবতা। বিবেক-বুদ্ধি সম্পন্ন সব মানুষই এই করোনার বিরুদ্ধে লড়াইকে ওয়াজিব বলে মনে করেন। ইহুদিবাদ নামক দীর্ঘদিনের ভাইরাসও নিঃসন্দেহে বেশি দিন টিকবে না এবং সাহসী ও ঈমানদার তরুণদের মাধ্যমে তা উচ্ছেদ হবে।"

তাঁর ভাষণে পূর্ণ বিবরণ শুনতে উপরের ভিডিওতে ক্লিক করুন।

পার্সটুডে/মো.আবুসাঈদ/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ