তেহরানে ইমাম আলী (আ.) সামরিক বিশ্ববিদ্যালয়ে নজরকাড়া ঈদের জামাত
https://parstoday.ir/bn/news/iran-i80144-তেহরানে_ইমাম_আলী_(আ.)_সামরিক_বিশ্ববিদ্যালয়ে_নজরকাড়া_ঈদের_জামাত
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি মেনে এবার উদযাপন করা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এই উৎসব।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
মে ২৪, ২০২০ ১৬:৩৬ Asia/Dhaka
  • তেহরানে ইমাম আলী (আ.) সামরিক বিশ্ববিদ্যালয়ে নজরকাড়া ঈদের জামাত

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি মেনে এবার উদযাপন করা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এই উৎসব।

আজ (রোববার) সকাল সাতটায় তেহরান বিশ্ববিদ্যালয় মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, তেহরানের বিভিন্ন মসজিদেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। 

তবে তেহরানের ইমাম আলী (আ.) সামরিক বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের উদযাপন ছিল নজরকাড়া। সেখানে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তারা মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনা মেনে ঈদের নামায আদায় করেন।

নামায শেষে পরস্পরকে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।