নাতাঞ্জ পরমাণু স্থাপনায় দুর্ঘটনার কারণ উপযুক্ত সময়ে জানানো হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i81180-নাতাঞ্জ_পরমাণু_স্থাপনায়_দুর্ঘটনার_কারণ_উপযুক্ত_সময়ে_জানানো_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, সম্প্রতি নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যে দুর্ঘটনা ঘটেছে তার মূল কারণ উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৪, ২০২০ ১৪:০১ Asia/Dhaka
  • নাতাঞ্জ পরমাণু স্থাপনা
    নাতাঞ্জ পরমাণু স্থাপনা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, সম্প্রতি নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যে দুর্ঘটনা ঘটেছে তার মূল কারণ উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেইভান খোশরাভি গতকাল (শুক্রবার) জানান, বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা ভিন্ন ভিন্ন ধারণা নিয়ে তদন্ত শুরু করেছেন। তাদের তদন্ত দল উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে।

কেইভান খোশরাবি বলেন, কিছু নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে এই দুর্ঘটনা কারণ এবং প্রকৃতি সম্পর্কে এখনই কিছু বলা হচ্ছে না, উপযুক্ত সময়ে তা জানানো হবে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেইভান খোশরাভি

তিনি বলেন, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নির্মীয়মাণ একটি শেডের মধ্যে দুর্ঘটনা সীমাবদ্ধ রয়েছে এবং তদন্ত করে দেখা গেছে যে, সেখানে কোনো পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে নি।

ইরানের এই মুখপাত্র বলেন, নাতাঞ্জ পরমাণু দুর্ঘটনার ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে বলে যে খবর বেরিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।#

পার্সটুডে/এসআইবি/৪