রেজায়িনেজাদ পরমাণু স্থাপনায় বিস্ফোরণের খবর অস্বীকার করল ইরান
(last modified Wed, 08 Jul 2020 00:04:57 GMT )
জুলাই ০৮, ২০২০ ০৬:০৪ Asia/Dhaka
  •  শহীদ রেজায়িনেজাদ পরমাণু স্থাপনা (ফাইল ছবি)
    শহীদ রেজায়িনেজাদ পরমাণু স্থাপনা (ফাইল ছবি)

ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজ্‌দ প্রদেশে অবস্থিত শহীদ রেজায়িনেজাদ পরমাণু স্থাপনায় বিস্ফোরণের খবর অস্বীকার করেছে তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থা গতকাল (মঙ্গলবার) এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ওই স্থাপনায় কোনো বিস্ফোরণ ঘটেনি।

বিদেশে অবস্থিত ইরানের ইসলামি বিপ্লব বিরোধী কিছু মহল সম্প্রতি গণমাধ্যমে এ খবর ছড়িয়ে দেয়ার চেষ্টা করে যে, শহীদ রেজায়িনেজাদ পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে।

এ খবর প্রকাশ্যে আসার পর ইরানের আণবিক শক্তি সংস্থা মঙ্গলবার তার বিবৃতিতে জানায়, সন্ত্রাসী ও যুদ্ধবাজ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তাল মিলিয়ে বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলো যে দাবি করেছে তা ডাহা মিথ্যা।

বিবৃতিতে আরো বলা হয়, আমেরিকা ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছে তার সঙ্গে তাল মিলিয়ে ইরানি জনগণকে হতাশ করে দেয়া হচ্ছে এ ধরনের প্রচারণার অন্যতম উদ্দেশ্য।

ইরানের আণবিক শক্তি সংস্থা তার বিবৃতিতে জানায়, স্যাটেলাইট থেকে তোলা শহীদ রেজায়িনেজাদ স্থাপনার যে কথিত ছবি প্রকাশ করা হয়েছে তাও ওই স্থাপনার নয়।

২০১৩ সালে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ইরানি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদ রেজায়িনেজাদ পরমাণু স্থাপনা চালু হয়।এই স্থাপনায় বছরে ৬০ টন ইয়েলো কেক উৎপন্ন হয়।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ