ইরানের লুত মরুভূমি: বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান
(last modified Fri, 17 Jul 2020 06:55:27 GMT )
জুলাই ১৭, ২০২০ ১২:৫৫ Asia/Dhaka

ইরানের দাশত-ই লুত বা লুত মরুভূমি হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি বিশ্বের ২৭তম বৃহত্তম মরুভূমি।

এক লাখ ৭৫ হাজার বর্গকিলোমিটার আয়তনের লবণ মরুভূমি লুত ইরানের কেরমান ও সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। লুত মরুভূমি ২০১৬ সালের ১৭ জুলাই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। 

 লুত মরুভূমি

ফারসি 'লুত' শব্দের অর্থ পানি ও গাছপালাবিহীন খালি জায়গা। মরুভূমিটি ইরানের দক্ষিণ পূর্বে অবস্থিত। মরুর পূর্ব অংশ লবণাক্ত ফ্ল্যাট আবৃত নিম্ন মালভূমি হিসেবে দেখায়। আর মাঝখানে সমান্তরাল গিরিশিরা ও খাঁজকাটা সদৃশ্যগুলো সিরিজ আকারে দেখা যায়। 

 লুত মরুভূমি

লুত মরুভূমি প্রায় ২০০ মাইল এলাকা বিশ্বের সবচেয়ে শুষ্ক ও উষ্ণ স্থান হিসেবে বিবেচিত। এ অঞ্চলে জীবনধারণের জন্য এত বিরূপ পরিস্থিতি রয়েছে যে, এখানে কেউ বসবাস করতে পারে না। এমনকি ব্যাকটেরিয়াও এ অঞ্চলে বাস করতে পারে না। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার মতে, এ অঞ্চলের তাপমাত্রা ১৫৯.৩ ডিগ্রি ফারেনহাইট (৭০.৭ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত উঠতে দেখা গেছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ