পুতিনের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দেয়া হয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i81637-পুতিনের_কাছে_গুরুত্বপূর্ণ_বার্তা_দেয়া_হয়েছে_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, রাশিয়া সফরের সময় তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি বার্তা হস্তান্তর করেছেন। এর পাশাপাশি জাওয়াদ জারিফ আরো জানিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে একটি দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগিতা বিষয়ক চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২২, ২০২০ ১২:০১ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে জাওয়াদ জারিফ ও সের্গেই ল্যাভরভ
    সংবাদ সম্মেলনে জাওয়াদ জারিফ ও সের্গেই ল্যাভরভ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, রাশিয়া সফরের সময় তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি বার্তা হস্তান্তর করেছেন। এর পাশাপাশি জাওয়াদ জারিফ আরো জানিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে একটি দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগিতা বিষয়ক চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে ইরান।

গত ছয় মাসের মধ্যে জারিফের এটি তৃতীয়বারের মতো রাশিয়া সফর। গতরাতে জাওয়াদ জারিফ তার টুইটার পোস্টে জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট পুতিনের কাছে গুরুত্বপূর্ণ বার্তা হস্তান্তর করেছেন। এছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।

জাওয়াদ জারিফ বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ব্যাপারে ইরান এবং রাশিয়ার একই রকমের দৃষ্টিভঙ্গি রয়েছে। ল্যাভরভের সঙ্গে বৈঠকে জারিফ বলেন ইরান এবং রাশিয়ার মধ্যে বর্তমানে শক্তিশালী সম্পর্ক রয়েছে; এ ধরনের সম্পর্ক থেকে দু'দেশই লাভবান হতে পারে। জারিফের সঙ্গে বৈঠককে ল্যাভরভ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।