জেনারেল সোলাইমানি হত্যা মামলা দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিতে হবে: সংসদ স্পিকার
(last modified Wed, 22 Jul 2020 10:52:38 GMT )
জুলাই ২২, ২০২০ ১৬:৫২ Asia/Dhaka
  • কাজিমি (বামে) ও কলিবফ (ডানে)
    কাজিমি (বামে) ও কলিবফ (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার বাকের কলিবফ বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানি হত্যা মামলা দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিতে হবে। আজ (বুধবার) তেহরান সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজিমির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বাকের কলিবফ আরও বলেন, ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি, ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহানদিসসহ যাদেরকে ট্রাম্পের নির্দেশে হত্যা করা হয়েছে তারা সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য হাড়ভাঙা পরিশ্রম করেছেন। 

ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি আবারও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ইরান ও ইরাককে যৌথভাবে দৃঢ়তার সঙ্গে এই মামলা এগিয়ে নিতে হবে। 

এ সময় ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজিমি দায়েশ সন্ত্রাসীদের দমনে ইরানের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইরাকি সরকার ও জনগণ কখনোই ইরানিদের সহযোগিতার কথা ভুলবে না। দুই দেশের সম্পর্ক উন্নয়নে সংসদকে ভূমিকা রাখার আহ্বান জানান ইরাকি প্রধানমন্ত্রী। 

গতকাল ইরাকি প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল নিয়ে ইরান সফরে এসেছেন। এর আগে তিনি ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ