তালেবানের পক্ষ থেকে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান
আফগানিস্তানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তালেবানের পক্ষ থেকে ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। আফগান সরকারের সঙ্গে তালেবানের একটি শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য এই যুদ্ধবিরতি প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করবে বলেও তেহরান আশা প্রকাশ করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বুধবার তেহরানে বলেছেন, ইরান তালেবানের পক্ষ থেকে ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতিকে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছে।
তিনি বলেন, অচিরেই আফগান সরকারের নেতৃত্বে তালেবানসহ দেশটির সকল রাজনৈতিক পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু হবে বলে তেহরান আশা করছে। এ ব্যাপারে প্রয়োজনে যেকোনো রকম সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান মুসাভি।
তালেবান গত মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা আফগানিস্তানে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে এবং তাদের সকল সদস্যকে সব ধরনের হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।তবে আফগান নিরাপত্তা বাহিনীর হাতে আক্রান্ত হলে শুধুমাত্র তার জবাব দেয়ারও অনুমতি দিয়ে রেখেছে তালেবান নেতৃত্ব।
আফগান সরকার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে, দেশের জনগণ স্থায়ী যুদ্ধবিরতি চায়।#
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।