জাওয়াদ জারিফের সঙ্গে দুমার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধানের সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/iran-i81953
রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ০২, ২০২০ ১৫:৩২ Asia/Dhaka
  • জারিফ- স্লুতস্কি  বৈঠক
    জারিফ- স্লুতস্কি বৈঠক

রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

লিউনিদ স্লুতস্কি আজ (রোববার) সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। স্লুতস্কি গতকাল ইরানের সংসদ স্পিকার মুহাম্মাদ বাকের কলিবফের সঙ্গেও বৈঠক করেছেন।

দুমার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান লিউনিদ স্লুতস্কি ওই বৈঠকে ইরান এবং রাশিয়ার সংসদীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। দু'দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা পরিকল্পনা তৈরির প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

.