সামরিক সহযোগিতা চলবে: মস্কো সফরে বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী
-
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি (ফাইল ছবি)
রাশিয়া সফররত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সামরিক সহযোগিতা ইতিবাচক গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি একটি পদস্থ প্রতিরক্ষা ও সামরিক প্রতিনিধিদল নিয়ে গতকাল (শনিবার) মস্কো পৌঁছে এ মন্তব্য করেন।
তিনি বলেন, চলতি বছর ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতার ওপর করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়লেও সার্বিকভাবে এ সহযোগিতা শক্তিশালী হচ্ছে।

বিগত বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ও সহযোগিতা ব্যাপকভাবে বেড়েছে বলেও জানান জেনারেল হাতামি।তিনি বলেন, চলতি সফরে রাশিয়ায় অনুষ্ঠেয় একটি সামরিক প্রদর্শনী ও একটি সামরিক সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি রুশ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা করবেন।
রাশিয়ার রাজধানী মস্কোয় সামরিক-প্রযুক্তিগত ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী- ‘আর্মি ২০’তে অংশগ্রহণ করবে ইরানি সামরিক প্রতিনিধিদল। এ ছাড়া, ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার রুশ সমকক্ষ সের্গেই শোইগু’র সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।