ইরানের ইস্ফাহান শহরে মহররমের নবম দিন- তাসুয়া পালিত
https://parstoday.ir/bn/news/iran-i82630-ইরানের_ইস্ফাহান_শহরে_মহররমের_নবম_দিন_তাসুয়া_পালিত
ইরানের রাজধানী তেহরানসহ সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে শোকাবহ মহররম মাসের নবম দিন বা তাসুয়া। কারবালার ময়দানে খোদাদ্রোহী এজিদ বাহিনীর হাতে বেহেশতের যুবকদের সর্দার ইমাম হোসেইন (আ.)’র শাহাদাতের আগের দিন এটি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৯, ২০২০ ১৬:১৩ Asia/Dhaka

ইরানের রাজধানী তেহরানসহ সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে শোকাবহ মহররম মাসের নবম দিন বা তাসুয়া। কারবালার ময়দানে খোদাদ্রোহী এজিদ বাহিনীর হাতে বেহেশতের যুবকদের সর্দার ইমাম হোসেইন (আ.)’র শাহাদাতের আগের দিন এটি।

এ উপলক্ষে কালো পোশাক পরে সারা ইরানে বিভিন্ন শোকানুষ্ঠানে অংশ নেন ইরানি জনগণ। গতরাতে ইস্ফাহানের নাকশে জাহান স্কয়ার, ইমাম খোমেনী মসজিদ ও চহর বাগ-ই আব্বাসী সড়কে মহররমের নবম দিন পালন করেন।  

তাসুয়া ও আশুরার দিন ইরানি জনগণ ঐতিহ্যগতভাবে মানতের খাবার রান্না করে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দুঃস্থদের মধ্যে বন্টন করেন। এ ছাড়া, মসজিদ ও হোসেইনিয়াসহ অন্যান্য ধর্মীয় স্থানে শোক পালনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যেও বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।

৬১ হিজরির ১০ মহররম পাপাচারী এজিদের বিশাল বাহিনীর সঙ্গে এক অসম যুদ্ধে বীরবিক্রমে লড়াই করে শাহাদাতের অমীয় সুধা পান করেন ইমাম হুসাইন (আ.) ও তাঁর অন্তত ৭২ জন একনিষ্ঠ সঙ্গী। #

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।