নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i82866-নাতাঞ্জ_পরমাণু_স্থাপনায়_অন্তর্ঘাতমূলক_হামলাকারীকে_চিহ্নিত_করা_হয়েছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছেন, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সম্প্রতি যে অন্তর্ঘাতমূলক হামলা হয়েছে তার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২০ ০৮:১৮ Asia/Dhaka
  • নাতাঞ্জ পরমাণু স্থাপনার একটি শেডে হামলার পরের অবস্থা
    নাতাঞ্জ পরমাণু স্থাপনার একটি শেডে হামলার পরের অবস্থা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছেন, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সম্প্রতি যে অন্তর্ঘাতমূলক হামলা হয়েছে তার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে।

ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত এ পরমাণু স্থাপনায় গত জুলাই মাসে অন্তর্ঘাতমূলক হামলা চালায় দুষ্কৃতকারীরা।

কামালভান্দি জানান, ইরানের নিরাপত্তা সংস্থাগুলো এ ব্যাপারে তদন্ত চালিয়েছে এবং এখন তারা তাদের চূড়ান্ত পর্যালোচনামূলক রিপোর্ট পেশ করবেন। তিনি বলেন, “তদন্ত এখনো চলছে তবে এ পর্যন্ত আমরা যা জানতে পেরেছি তাতে নিরাপত্তা সংস্থাগুলো হামলাকারীদেরকে চিহ্নিত করেছে। পাশাপাশি হামলার উদ্দেশ্য, ধরণ, প্রকৃতি ও পদ্ধতিও সনাক্ত করা সম্ভব হয়েছে।”

বেহরুজ কামালভান্দি 

ইরানের এই মুখপাত্র বলেন, হামলাকারীরা নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাগজ বিঘ্নিত করতে চেয়েছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে। এ ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতা প্রতিরোধে ইরান তার পরমাণু স্থাপনায় আরো বাড়তি একটি শেড তৈরি করবে বলে তিনি জানান।

বেহরুজ কামালভান্দি বলেন, "ইরান প্রকৃতপক্ষে একটি যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করছে এবং এ ধরনের ঘটনার পর আমরা আমাদের নিরাপত্তা এবং পরমাণু সংক্রান্ত কাজ আরো জোরদার করবো।"#

পার্সটুডে/এসআইবি/৭