ইরান কখনো মার্কিন বলদর্পী ও অবৈধ দাবির কাছে নতিস্বীকার করবে না: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i83227-ইরান_কখনো_মার্কিন_বলদর্পী_ও_অবৈধ_দাবির_কাছে_নতিস্বীকার_করবে_না_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ কখনো আমেরিকার বলদর্পী ও অবৈধ দাবির কাছে নতিস্বীকার করবে না। কথিত স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগের সব নিষেধাজ্ঞা বহাল করা হয়েছে বলে মার্কিন পররাষ্টমন্ত্রী মইক পম্পেও দাবি করার পর প্রেসিডেন্ট রুহানি আজ (রোববার) মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২০ ২০:৫৩ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ কখনো আমেরিকার বলদর্পী ও অবৈধ দাবির কাছে নতিস্বীকার করবে না। কথিত স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগের সব নিষেধাজ্ঞা বহাল করা হয়েছে বলে মার্কিন পররাষ্টমন্ত্রী মইক পম্পেও দাবি করার পর প্রেসিডেন্ট রুহানি আজ (রোববার) মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেছেন।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমিরকা যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে তাতে তারা রাজনৈতিক ও আইনি সেক্টরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ড. রুহানি জোর দিয়ে বলেন, “আমরা সবসময় বলেছি যে, ইরানি জাতির সঙ্গে আচরণের একটাই মাত্র পথ সেটি হচ্ছে তাদের অধিকারের প্রতি সম্মান দেখানো এবং সম্মানজনক ভাষায় তাদের সঙ্গে কথা বলা।”

হাসান রুহানি বলেন, “আমি ইরানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছি যে, নিরাপত্তা পরিষদের প্রায় সব সদস্য দেশ ও পরমাণু সমঝোতার সব পক্ষ প্রত্যাখ্যান করার পরও যদি আমেরিকা বলদর্পিতা ও ভুল দাবি বাস্তবায়নে বাস্তবিকই কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা আমাদের সুস্পষ্ট জবাবের মুখে পড়বে।”

প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, “এটি খুবই পরিষ্কার যে, ইরান কখনো মার্কিন বলদর্পিতার কাছে মাথা নত করে নি এবং যেকোন পরিস্থিতিতে ইরান মার্কিন বলদর্পিতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”#

পার্সটুডে/এসআইবি/২০