ইরানের কৃষিপণ্য রপ্তানি ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে
https://parstoday.ir/bn/news/iran-i83303-ইরানের_কৃষিপণ্য_রপ্তানি_২০০_কোটি_ডলার_ছাড়িয়ে_গেছে
ইসলামি প্রজাতন্ত্র ইরান গত পাঁচ মাসে ২১৩ কোটি ডলারের কৃষিজাত খাদ্যপণ্য রপ্তানি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২০ ১৮:৪২ Asia/Dhaka
  • ইরান থেকে রপ্তানি হচ্ছে এসব কৃষিজাত খাদ্যপণ্য
    ইরান থেকে রপ্তানি হচ্ছে এসব কৃষিজাত খাদ্যপণ্য

ইসলামি প্রজাতন্ত্র ইরান গত পাঁচ মাসে ২১৩ কোটি ডলারের কৃষিজাত খাদ্যপণ্য রপ্তানি করেছে।

ইরানের কৃষি মন্ত্রণালয়ের মুখপাত্র আলী মুরাদ সারাফরাজি গতকাল (মঙ্গলবার) জানান, ইরান ২১ আগস্ট পর্যন্ত প্রায় ৩০ লাখ মেট্রিক টন কৃষিজাত খাদ্যপণ্য রপ্তানি করেছে। তিনি জানান, চলতি ফারসি বছরের প্রথম পাঁচ মাসে প্রতিবেশি দেশগুলোসহ জার্মানিতে এসব কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে আলী মুরাদ এসব কথা বলেছেন।  

ইরানে উৎপাদিত খেজুর

সরকারি তথ্য থেকে জানা যাচ্ছে, গত ফারসি বছরের তুলনায় এ বছরের প্রথম পাঁচ মাসে ইরানে কৃষিপণ্যের উৎপাদন শতকরা ১০ ভাগ বেড়েছে। ইরানের সরকার যখন মার্কিন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার কারণে তেল রপ্তানি করতে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে তখন কৃষিজাত খাদ্যপণ্য ইরানি রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ উৎস হয়ে দাঁড়িয়েছে।  

ইরান সরকার দেশের অর্থনীতিকে বহুমুখীকরণ করার চেষ্টা করছে। সে ক্ষেত্রে কৃষি বিভাগের এই সমর্থন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রেও এটি বড় ভূমিকা রাখছে।#  

পার্সটুডে/এসআইবি/২৩