আইআরজিসি সদস্যদের হত্যার মূল কুচক্রীকে আটক করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i83566-আইআরজিসি_সদস্যদের_হত্যার_মূল_কুচক্রীকে_আটক_করেছে_ইরান
ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যদের ওপর হামলাকারীদের আটক করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তান সীমান্তের কাছে হামলায় আইআরজিসি’র তিন সদস্য শহীদ ও একজন আহত হন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৩, ২০২০ ১৮:৩৭ Asia/Dhaka
  • আইআরজিসি\'র সদস্যদের ফাইল ফটো
    আইআরজিসি\'র সদস্যদের ফাইল ফটো

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যদের ওপর হামলাকারীদের আটক করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তান সীমান্তের কাছে হামলায় আইআরজিসি’র তিন সদস্য শহীদ ও একজন আহত হন।

আজ (শনিবার) প্রকাশিত আইআরজিসি’র কুদস ফোর্স এক বিবৃতিতে বলেছে, হামলায় জড়িত মূল কুচক্রী এবং অন্যান্যদের আটক করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে কয়েকটি অভিযান চালিয়ে এসব সন্ত্রাসীকে আটক করা হয়।

গত ২৯ সেপ্টেম্বর সিস্তান-বালুচিস্তান প্রদেশের নিকশাহর এলাকার একটি সড়কে আইআরজিসি’র সদস্যদের বহনকারী দুটি গাড়ির ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। সে সময় আইআরজিসি’র সদস্যদের পাল্টা হামলায় দুই সন্ত্রাসী নিহত হয়েছিল।

ইরানের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং ইরাক থেকে সন্ত্রাসীরা মাঝেমধ্যে সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় এবং আইআরজিসি’র সদস্যদের হত্যা করে। এ প্রেক্ষাপটে ইরান প্রতিবেশী দেশগুলোকে সীমান্তে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/৩