তেহরান সফরে আব্দুল্লাহ আব্দুল্লাহ; মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক
https://parstoday.ir/bn/news/iran-i83971-তেহরান_সফরে_আব্দুল্লাহ_আব্দুল্লাহ_মোহাম্মাদ_জাওয়াদ_জারিফের_সঙ্গে_বৈঠক
আফগানিস্তানের জাতীয় পুনর্গঠন বিষয়ক উচ্চ পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আব্দুল্লাহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে তেহরান এসেছেন এবং রোববার তিনি তেহরানে পৌঁছেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৯, ২০২০ ০৫:৫৯ Asia/Dhaka
  • তেহরানে রোববারের ফটোসেশনে আব্দুল্লাহ (বামে) ও জারিফ
    তেহরানে রোববারের ফটোসেশনে আব্দুল্লাহ (বামে) ও জারিফ

আফগানিস্তানের জাতীয় পুনর্গঠন বিষয়ক উচ্চ পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আব্দুল্লাহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে তেহরান এসেছেন এবং রোববার তিনি তেহরানে পৌঁছেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগান সরকার তালেবানের সঙ্গে যে শান্তি আলোচনা শুরু করেছে তার প্রতি তেহরানের সমর্থন রয়েছে।  তিনি আফগানিস্তানের জাতীয় পুনর্গঠন বিষয়ক উচ্চ পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় আব্দুল্লাহ আব্দুল্লাহর প্রশংসা করেন। জারিফ বলেন, আফগানিস্তানের রাজনৈতিক কাঠামোয় তালেবানের অংশগ্রহণের প্রতিও তেহরানের সমর্থন রয়েছে।

সাক্ষাতে আফগানিস্তানের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং তালেবানের সঙ্গে চলমান শান্তি আলোচনায় অগ্রগতির খবর জানান আব্দুল্লাহ।

জারিফের সঙ্গে আব্দুল্লাহর বৈঠক

তেহরান আসার আগে তিনি ইসলামাবাদ ও নয়াদিল্লি সফর করেন।  সফরে আফগান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও কয়েকজন সংসদ সদস্য রয়েছেন।

আফগান সরকারের প্রতিনিধিদলের সঙ্গে গত ১২ সেপ্টেম্বর থেকে দোহায় দীর্ঘমেয়াদি আলোচনা শুরু করেছে তালেবান যাকে আফগান-আফগান আলোচনা  বলে অভিহিত করা হচ্ছে। আলোচনায় আব্দুল্লাহ আব্দুল্লাহ আফগান সরকারের প্রতিনিধিদলের নের্তৃত্ব দিচ্ছেন।

তবে এই আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি অর্জিত হয়নি বরং আফগানিস্তানে তালেবানের হামলা ও হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় দেশটির সাধারণ জনগণের মধ্যে এ আলোচনা নিয়ে হতাশা তৈরি হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।