ফরাসি যুবকদের উদ্দেশে বক্তব্য দেয়ায় ইরানের সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট বন্ধ
https://parstoday.ir/bn/news/iran-i84265-ফরাসি_যুবকদের_উদ্দেশে_বক্তব্য_দেয়ায়_ইরানের_সর্বোচ্চ_নেতার_অ্যাকাউন্ট_বন্ধ
ফরাসি যুবকদের উদ্দেশ করে উপদেশমূলক বক্তব্য দেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ফরাসি ভাষায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ৩০, ২০২০ ১৬:১১ Asia/Dhaka
  • ফরাসি যুবকদের উদ্দেশে বক্তব্য দেয়ায় ইরানের সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট বন্ধ

ফরাসি যুবকদের উদ্দেশ করে উপদেশমূলক বক্তব্য দেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ফরাসি ভাষায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বুধবার রাতে ফরাসি যুবকদের উদ্দেশে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফারসি ও ফরাসি ভাষাসহ আরো কিছু ভাষায় প্রকাশিত হয়।

ওই বার্তায় তিনি ফরাসি যুবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন তাদের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে এই প্রশ্ন করে যে, তিনি কেন আল্লাহর রাসূলের (আ.) অবমাননার প্রতি সমর্থন জানিয়েছেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেীর ইনস্টাগ্রাম পেজ

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার বার্তায় বলেন, “আপনারা আপনাদের প্রেসিডেন্টকে প্রশ্ন করুন, যেখানে হোলোকাস্টের কল্পিত কাহিনী সম্পর্কে সংশয় প্রকাশ করাও অপরাধ এবং এ কাজ করলে যেখানে জেল-জরিমানা হয় সেখানে ইসলাম অবমাননা করলে তা কেন বাক স্বাধীনতার নামে চালিয়ে দেয়া হবে।”

ইরানের সর্বোচ্চ নেতার দপ্তর থেকে জানানো হয়েছে, ফরাসি ভাষায় এই দপ্তরের আগের একাউন্ট বন্ধ করে দেয়ার পর এবার নতুন একটি ইনস্টাগ্রাম একাউন্ট খোলা হয়েছে। যেকোনো আগ্রহী ব্যক্তি ফরাসি ভাষায় আয়াতুল্লাহি উজমা খামেনেয়ীর নয়া ইনস্টাগ্রাম পেজ দেখতে চাইলে instagram.com/fr.Khamenei.ir এই ঠিকানায় যেতে পারেন।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।