কাবুলে রকেট হামলার জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i84803-কাবুলে_রকেট_হামলার_জন্য_সরাসরি_আমেরিকাকে_দায়ী_করল_তেহরান
আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকালের রকেট বৃষ্টির জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছে ইরান। তেহরান বলেছে, এই ঘটনা আমেরিকার প্রক্সি যুদ্ধ এবং দেশটির সহযোগী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উগ্র কার্যকলাপের উৎকৃষ্ট প্রমাণ।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ২২, ২০২০ ০৬:১৪ Asia/Dhaka
  • কাবুলে গতকালের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি
    কাবুলে গতকালের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি

আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকালের রকেট বৃষ্টির জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছে ইরান। তেহরান বলেছে, এই ঘটনা আমেরিকার প্রক্সি যুদ্ধ এবং দেশটির সহযোগী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উগ্র কার্যকলাপের উৎকৃষ্ট প্রমাণ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে কাবুলের বিভিন্ন স্থানে অন্তত ২৩টি রকেটের আঘাত হানার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার সন্ধ্যায় এ মন্তব্য করেন। কাবুলে শনিবারের এসব রকেট হামলায় অন্তত আট জন নিহত হয়। একটি রকেট ইরান দূতাবাসের আঙ্গিনায় আঘাত হানলেও তাতে কেউ হতাহত হয়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

খাতিবজাদে কাবুলের কূটনৈতিক পাড়াসহ গোটা নগরীতে ওই রকেট হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “মার্কিন সরকার সরাসরি এই হামলার জন্য দায়ী।” তিনি আফগান সরকার ও জনগণ বিশেষ করে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

কাবুলের ইরান দূতাবাসের আঙ্গিনায় আঘাত হানা রকেটে দূতাবাস ভবনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।  এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী কাবুলে রকেট হামলার দায়িত্ব স্বীকার করেনি। #

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।