‘ফাখরিযাদে পরিচালিত প্রতিষ্ঠান থেকে প্রথম কোভিড-১৯ টেস্ট কিট উৎপাদন করেছে ইরান’
(last modified Sat, 28 Nov 2020 02:20:55 GMT )
নভেম্বর ২৮, ২০২০ ০৮:২০ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি জানিয়েছেন, শহীদ বিজ্ঞানী হোসেন ফাখরিযাদে পরিচালিত একটি গবেষণা কেন্দ্র থেকে সর্বপ্রথম ইরানের জনগণের জন্য কোভিড-১৯ টেস্ট কিট উৎপাদন করা হয়েছিল। জেনারেল হাতামি ফখরিযাদেকে নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে দেশের বৈজ্ঞানিক আন্দোলনের পথিকৃৎ বলে উল্লেখ করেন।

বিজ্ঞানী মোহসেন ফাখরিযাদেকে গতকাল (শুক্রবার) রাজধানী তেহরানের কাছে দামাভান্দ এলাকায় সন্ত্রাসী হামলার মাধ্যমে শহীদ করার পরপরই প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এসব তথ্য জানান।

ফাখরিযাদেকে কেন হত্যা করা হল- এমন এক প্রশ্নের জবাবে জেনারেল হাতামি জানান, ইরানের এই প্রখ্যাত বিজ্ঞানী তিনি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন এবং তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী যার নেতৃত্বে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনেক আবিষ্কার রয়েছে এবং ইরানের বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে তিনি বহু সংখ্যক বিজ্ঞানীকে প্রশিক্ষণ দিয়েছেন।

বিজ্ঞানী মোহসেন ফাখরিযাদে

ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ফাখরিযাদের অবদানকে মহান এবং ফলপ্রসূ বলে মন্তব্য করেন। তিনি বলেন, যখনই ইরান কোনো বড় ও ফলপ্রসূ পদক্ষেপ নিয়েছে তখনই শত্রুরা ইরানের সেই পদক্ষেপকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে; ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সবসময় এমন ধরনের লক্ষ্যবস্তু ছিল।

জেহনারেল হাতামি বলেন, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জাতির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রভাগে রয়েছে। তিনি জানা,ন বিজ্ঞানী ফাখরিযাদে ইরানের প্রতিরক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন তবে এসবব ব্যাপারে তেমন কোনো আলোচনা হয় নি। এ সময় তিনি উদাহরণ হিসেবে বিমান প্রতিরক্ষা অথবা রাডার ছাড়া শত্রুর বিমান চিহ্নিত করার ক্ষেত্রে লেজার রশ্মির ব্যবহারের কথা উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/২৮