নাতাঞ্জে নাশকতা ও ফাখরিজাদে হত্যার ঘটনায় ইসরাইলের হাত আছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i84963-নাতাঞ্জে_নাশকতা_ও_ফাখরিজাদে_হত্যার_ঘটনায়_ইসরাইলের_হাত_আছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি গভীর সন্দেহ প্রকাশ করে বলেছেন, গত জুলাই মাসে নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যে নাশকতামূলক ঘটনা ঘটেছে এবং শুক্রবার তেহরানে পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করা হেয়ছে- এর দুটি ঘটনাতেই ইহুদিবাদী ইসরাইলের হাত রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৯, ২০২০ ০৯:২০ Asia/Dhaka
  • বেহরুজ কামালভান্দি
    বেহরুজ কামালভান্দি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি গভীর সন্দেহ প্রকাশ করে বলেছেন, গত জুলাই মাসে নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যে নাশকতামূলক ঘটনা ঘটেছে এবং শুক্রবার তেহরানে পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করা হেয়ছে- এর দুটি ঘটনাতেই ইহুদিবাদী ইসরাইলের হাত রয়েছে।

গতকাল (শনিবার) ইরানের এ মুখপাত্র বলেন, ইসলামি প্রজাতন্ত্রের শত্রুরা মূলত ইরানের পরমাণু কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করছে। তাদের নীলনকশা বিভিন্ন ঘটনার মাধ্যমে একেবারে পরিষ্কার হয়ে গেছে।

তিনি বলেন, নাতাঞ্জ ঘটনার সাথে যারা জড়িত ছিল সেই অপরাধীরাই শুক্রবার বিজ্ঞানী ফাখরিজাদেকে হত্যা করেছে এবং জোরালোভাবে বোঝা যাচ্ছে যে, এই ঘটনার সাথে ইহুদিবাদী ইসরাইলের সম্পর্ক রয়েছে।

নাতাঞ্জের ক্ষতিগ্রস্ত একটি শেড

নাতাঞ্জ হচ্ছে ইরানের একটি পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনা। এটি ইরানের ইস্পাহান প্রদেশের নাতাঞ্জ শহরে অবস্থিত। গত জুলাই মাসে ওই স্থাপনায় হামলা হয়েছে যার কারণে স্থাপনাটি বেশ ক্ষতিগ্রস্ত হয়।#

পার্সটুডে/এসআইবি/২৯