পশ্চিমা বিশ্বাসঘাতকতার জবাবে ইরানের নয়া পরমাণু-আইন কার্যকরের হুমকি
https://parstoday.ir/bn/news/iran-i85092-পশ্চিমা_বিশ্বাসঘাতকতার_জবাবে_ইরানের_নয়া_পরমাণু_আইন_কার্যকরের_হুমকি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতার সংশ্লিষ্ট (পশ্চিমা) পক্ষগুলো যদি তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন না করে তাহলে 'নিষেধাজ্ঞা তুলে নেয়ার লক্ষ্যে প্রণীত কৌশলগত নানা পদক্ষেপ' শীর্ষক ইরানি সংসদের আইন বাস্তবায়ন শুরু করা হবে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২০ ১৭:৫৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতার সংশ্লিষ্ট (পশ্চিমা) পক্ষগুলো যদি তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন না করে তাহলে 'নিষেধাজ্ঞা তুলে নেয়ার লক্ষ্যে প্রণীত কৌশলগত নানা পদক্ষেপ' শীর্ষক ইরানি সংসদের আইন বাস্তবায়ন শুরু করা হবে। 

তার দেশের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপের তিনটি দেশ ও সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া মার্কিন সরকারকে লক্ষ্য করেই তিনি গতকাল বৃহস্পতিবার  এই হুঁশিয়ারি দিয়েছেন।

'নিষেধাজ্ঞা তুলে নেয়ার লক্ষ্যে প্রণীত কৌশলগত নানা পদক্ষেপ' শীর্ষক ইরানি সংসদে পাস হওয়া সাম্প্রতিক বিলটি দেশটির অভিভাবক পরিষদ অনুমোদন করায় তা আইনে পরিণত হয়েছে। সম্প্রতি ইরানের শীর্ষ-পর্যায়ের পরমাণু বিজ্ঞানী ও উপপ্রতিরক্ষামন্ত্রী ফাখরিজাদে দেশটির শত্রুদের গুপ্তচর বাহিনীর এক জটিল হামলায় শহীদ হওয়ার পর দেশটির সংসদ এ আইন পাস করে। ইরানের সরকারকে দুই মাসের মধ্যে এই আইন বাস্তবায়ন করতে বলা হয়েছে।  

আইনটিতে বলা হয়েছে, পরমাণু সমঝোতার পশ্চিমা পক্ষগুলো যদি তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন না করে তাহলে ইরানও পরমাণু তৎপরতার ক্ষেত্রে তার সীমাবদ্ধতার অবসান ঘটাবে। যেমন, ইরান বিশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে এবং পরমাণু সংক্রান্ত বাড়তি বা সম্পূরক প্রটোকলের বাস্তবায়ন যা বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও ইরান স্বেচ্ছায় সদিচ্ছার নিদর্শন হিসেবে অব্যাহত রাখছিল তা বন্ধ করবে। এ ছাড়াও আরাকের ভারি পানির চুল্লির মত নতুন চুল্লি নির্মাণও ইরানি সংসদে পাস হওয়া এই আইনের গুরুত্বপূর্ণ দিক। 

ইরান এর আগে পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকারের বেরিয়ে যাওয়ার কারণে ও ইরান-বিরোধী মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসে ইউরোপের সহায়তার প্রেক্ষাপটে পরমাণু সমঝোতার ৩৬ নম্বর ধারার আলোকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের কিছু কাজ স্থগিত রাখে। অন্যায্য নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে বাধ্য করার জন্য ইরানের নতুন পদক্ষেপ বাড়তি চাপ সৃষ্টি করবে পাশ্চাত্যের ওপর।  

এখন পাশ্চাত্য ইরানের এই চাপের মুখে যদি পরমাণু সমঝোতা বাস্তবায়নের অংশ হিসেবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে বাধ্য হয় তাহলে তা হবে ইরানি এই নতুন পদক্ষেপের সাফল্য এবং তা ইরানের ইসলামী সরকারের স্বার্থের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। 

তাই এটা স্পষ্ট ইরানি সংসদের এই নতুন পদক্ষেপ ইরানি সরকারকে পাশ্চাত্যের বেআইনি পদক্ষেপগুলো মোকাবেলায় বাড়তি শক্তি যোগাবে। এরপরও যদি পাশ্চাত্য ইরান-বিরোধী বেআইনি তৎপরতা বন্ধ না করে তাহলে তেহরান ভবিষ্যতেও পরমাণু সমঝোতা বাস্তবায়ন সীমাবদ্ধ করার মত এ ধরনের নতুন নতুন পদক্ষেপ নিতে থাকবে যাতে মৃতপ্রায় এ সমঝোতাকে কেবল ইরানের ক্ষেত্রেই জীবন্ত রাখার সুযোগ না পায় পাশ্চাত্য।#

পার্সটুডে/এমএএইচ/৪ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।