তেহরানের আজাদি টাওয়ার
https://parstoday.ir/bn/news/iran-i85358
ঐক্য ও সংহতির ভূমিকায় প্রদর্শিত হয়েছে তেহরানের আজাদি টাওয়ার।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২০ ১৯:৩১ Asia/Dhaka
  • তেহরানের আজাদি টাওয়ার
    তেহরানের আজাদি টাওয়ার

ঐক্য ও সংহতির ভূমিকায় প্রদর্শিত হয়েছে তেহরানের আজাদি টাওয়ার।

তেহরানের আজাদি টাওয়ার যা রাজধানী তেহরান শহরের প্রবেশপথে অবস্থিত একটি সুউচ্চ স্থাপনা। আজাদি টাওয়ারের পাদদেশে অনেকগুলি ফোয়ারা আছে এবং এর নিচে ভূগর্ভে একটি জাদুঘর আছে। #

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।